অকিল আখতাব রেজোয়ান। দেশীয় কমেডিয়ানদের মধ্যে অন্যতম পরিচিত মুখ অকিল আখতাব রেজওয়ান। প্রতিনিয়ত শক্তিশালী কন্টেন্ট বানিয়ে চলেছেন। মার্কেটিং নিয়ে পড়ছেন কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে।
রাজশাহীর আঞ্চলিক ভাষা তারঁ কন্টেন্টগুলোতে আলাদা মাত্রা যোগ করেছে। অনেক কন্টেন্টেই তিনি সৃজনশীলতার পরিচয় দিয়েছেন।রাজশাহীনামা‚ উচ্চমাত্রা Talk show‚ আম সত্ত্বা সহ বিভিন্ন জনপ্রিয় কন্টেন্ট রয়েছে তার ফেসবুক পেইজ ‘ Rezoan’ এ।সম্প্রতি তাঁকে ওয়েব সিরিজেও কাস্ট করা হয়েছে। তাঁকে দেখা যাবে জনপ্রিয় পরিচালক মাবরুর রশিদ বান্নাহ’র ভাবনায় এবং এম এ তৌফিকের পরিচালনায় ‘দ্য জু’এ। যার ট্রেইলার ইতিমধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে।
রেজওয়ান মূলত একজন স্টান্ড আপ কমেডিয়ান। ক্যাম্পাস ভিত্তিক ক্লাব ‘বোকা বাকসো’ এর একজন সদস্য তিনি। বিশ্ববিদ্যালয় ডট কমের সাথে আলাপচারিতায় রেজোয়ান-
বিশ্ববিদ্যালয় ডট কমঃ আপনার স্টান্ডআপ কমেডিয়ান হওয়ার স্বপ্ন দেখা কি করে বা কাকে দেখে যদি বলতেন..।
রেজোয়ানঃ ইউটিউবে ভিডিয়ো দেখতে দেখতে একদিন স্টান্ডআপ শো এর ভিডিয়োগুলো আসছিলো। আমেরিকার কিছু স্টান্ডআপ কমেডিয়ান আছে যেমন পিট ডেভিডসন, ডেভ চ্যাপেল, ফ্লাফি এনাদের ভিডিয়ো দেখতাম, মজা লাগতো। তারপর ইন্ডিয়ান কমেডিয়ানদের ভিডিয়ো দেখা শুরু করলাম। Then I thought যে এটা নিয়ে কিছু করা যেতে পারে। বাংলাদেশেও কিছু ভালো ভালো কমেডিয়ান দেখলাম। এরপর, বোকা বাকসো’র বর্তমান সভাপতি শুভ ভাই উনি বললেন চলো আমরা ক্লাব করি। ওখান থেকেই শুরু and now we are still going.
বিশ্ববিদ্যালয় ডট কমঃ বাহ্… স্টান্ডআপ কমেডি নিয়ে আপনার পরবর্তী পরিকল্পনা এবং ‘The zoo’ নিয়ে কিছু কথা যদি বলতেন।
রেজোয়ানঃ স্টান্ডআপ কমেডির আমাদের একটা ক্লাব আছে বোকা বাকসো। বোকা বাকসো মূলত ক্যাম্পাস ওরিয়েন্টেড ক্লাব। তো বোকা বাকসো’র পরিকল্পনা হলো দেশের প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে শাখা খোলা যাতে ট্যালেন্টেড ছাত্র-ছাত্রীরা বের হয়ে আসে। এবং স্টান্ডআপ কমেডির একটা শক্ত প্লাটফর্ম তৈরি করা। আর ‘The zoo’ হচ্ছে বান্নাহ ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। এটা একটা ওয়েব সিরিজ। পরিচালনা করেছেম এম এ তৌফিক ভাই।
বিশ্ববিদ্যালয় ডট কমঃ চমৎকার। বোকা বাকসের জন্য শুভকামনা, শুভকামনা আপনার জন্য। সম্প্রতি আপনার পেইজ দেড় লক্ষ ফলোয়ারের মাইলস্টোন স্পর্শ করলো। আপনার অনুভূতি জানতে চাই।
রেজোয়ানঃ আসলে এত দ্রুত যে দেড় লাখ হয়ে যাবে এটা চিন্তাই করিনি। আর এত মানুষের ভালোবাসা পাবো এটাও চিন্তা করিনি। আমি অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একটাই জিনিস চাই যে ভালোবাসা আমি পেয়েছি সেটা যেন আজীবন পাই। আর আমি চেষ্টা করে যাবো মানুষকে হাসানোর যে প্রচেষ্টায় আছি সেটা যেন করে যেতে পারি।
রেজোয়ানের ফেসবুক ও ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন।
রেজোয়ান এবং বোকা বাকসো চায় এদেশের স্টান্ডআপ কমেডির জন্য একটা শক্ত ভীত গড়ে তুলতে। বিনোদন মানুষের আত্মার খোরাক। কিন্তু, বর্তমান সময়ের অধিকাংশ বিনোদনই অসুস্থতায় ভরা। রেজওয়ান একজন সুস্থ বিনোদনদাতা। মজার ছলে মানুষকে খুশি রাখার এই মহৎ উদ্দেশ্য সফল হোক আরও বেশি।
সাক্ষাৎকার নিয়েছেন, আল শাহারিয়া
আরও পড়ুন
Severe Cyclone Remal hit Bangladesh in May 2024 as a tropical storm of moderate intensity.…
Bangladesh is experiencing a heatwave and extreme weather. Today's highest temperature reached 42.6°C in Jashore…
Workaholism হলো মানুষের এমন এক স্বভাব যার উপকারী এবং অপকারী উভয় দিকই বিদ্যমান। এর উপর…
ওস্তাদে WZAMAN প্রোমো কোড ব্যবহার করলেই পাবেন ২০% থেকে ৩০% পর্যন্ত ডিসকাউন্ট। ফলে আপনার শেখার…
গ্রিক মিথোলজি অনুসারে, মেডুসা একসময় একজন অত্যন্ত সুন্দর নারী ছিলেন যিনি এমন এক সর্পকেশী দানবীতে…
রূপম ইসলাম (Rupam Islam) নামটা শুনলেই রক্তের উথাল-পাথাল টের পাওয়া যায়। কথা‚ সুর আর গায়কীর…
This website uses cookies.