এলোমেলো কিছু চাওয়া কবিতা তরুণ কবি আল শাহারিয়া দ্বারা রচিত। চলুন, পড়া যাক!
এলোমেলো কিছু চাওয়া
-আল শাহারিয়া
উদীয়মান মৌমাছিটি নিজস্ব প্রত্যয় ভুলে গেলে‚
জোনাকপাখি আলো জ্বেলে গন্তব্য ভুলে গেলে
তুমি কি আমার রবে?
আমি তো জানি কেন চাতক বসে থাকে বৃষ্টির অপেক্ষায়
যদি ভুলে যাই এই উদ্দেশ্যপ্রণোদিত অপেক্ষার হেতু
তবে তুমি কি আমারই রবে?
আমি চলে যেতে চাই তোমার শরীরের স্পর্শ থেকে অসংলগ্ন পার্থিবতার বাইরে, চুকিয়ে এই ক্যারাভান জীবন এক অনন্ত রাত্রির ক্যাবারে।
তুমি কি আমায় ফেরাবে?
মহাজগৎ সমান রিক্ততার মিছিলে সামিল হয়েছে এই রাজধানীর অনন্ত পথ‚
সিক্ততার আড়ালে একফালি নীল চাঁদে সেজেছে রাত্রির রথ‚
একাকীত্বের যেখানে আতুরনিবাস‚
উষ্ণতাই যেখানে আদিম সত্য।
সেখানে ব্যারিকেড ভেঙে ঠোঁটে ঠোঁট রাখবে কবে?
০৫. ০২. ২০২২

আরও পড়ুন