বৃষ্টি গণনায় বুঁদ কবিতা তরুণ কবি আল শাহারিয়া দ্বারা রচিত। চলুন, পড়া শুরু যাক!
বৃষ্টি গণনায় বুঁদ
-আল শাহারিয়া
তোর ভেঙে দেওয়া ঘুম
ছুঁলো ঔপনিবেশিক বৃষ্টি আর একা ক্লাসরুম‚
আমার গল্পে মোড়া ভোর বলে রাত্রি গেল কই
আমি একা বেঁচে রই‚
একাই বেঁচে রই..
তোর মনখারাপির রাত
আজব প্রেমে ভেজা হাত আর শূন্য চোখে রেখে গেলি অস্পষ্ট আঁতাঁত‚
আমি মনখারাপের ঠোঁটটা মৃদু ছুঁই
কেবল মাথা গুঁজে শুই‚
কার কোলে মাথা গুঁজে শুই…
অস্পৃশ্য আকাশ বলে‚
কার কী বলো যায় বা আসে মনখারাপে আমার!
৩০.০৬.২০২২

আরও পড়ুন